তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের চোখতোলা মাঠপাড়ায় কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৭ টার দিকে মেহেরপুর ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন নিজস্ব অর্থায়নে এ খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় এমপি সাহেবের একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি মোখলেছুর রহমান স্বপন, ওয়ার্ড যুবলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শরিফ বিশ্বাস ও যুবলীগ নেতা ইমারুল ইসলাম এবং কাওসার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।