মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলার কল্যানপুর গ্রাম থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি টিভিএস মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় ফেন্সিডিল বহনকারী বামুন্দী ভিটাপাড়া এলাকার রফিকুল ইসলাম পালিয়ে যায়।
সোমবার বিকাল ৪ টার দিকে গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষ গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করে।
গাংনী থানার এস আই শংকর কুমার ঘোষ জানান,কল্যানপুর গ্রামের উপর দিয়ে একটি মটরসাইকেলে করে ফেন্সিডিল আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ফেন্সিডিল বহনকারী রফিকুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মটরসাইকেলের সিট কভারের মধ্যে থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন জানান,পলাতক রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হবে। মাদক বহনকারী রফিকুল ইসলাম কে গ্রেফতারের চেষ্টা চলছে।