গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের গােলাম বাজারে মিষ্টির দােকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা ও খাদ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় কাজীপুর গােলাম বাজারের সােহেল রানার দােকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সােহেল রানার মিষ্টি দােকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগুন পুরাে দােকানে ছড়িয়ে যায়। এসময় নগদ টাকা ও খাদ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।