গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের বােরিং এর মাঠ থেকে ১টি বাইসাইকেল চুরি হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে জুগিন্দা গ্রামের আজিজুল হকের ছেলে ও মেহেরপুর সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আলসানির বাইসাইকেল চুরি হয়।
জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে আলসানি তার বাইসাইকেলটি গ্রামের বােরিং এর মাঠে রেখে ক্ষেত দেখছিলেন। এ সুযােগে তার বাইসাইকেলটি চুরি করে চাের চক্ররা।
স্থানীয়রা জানান, জুগিন্দা গ্রামের বােরিং এর মাঠসহ কয়েকটি মাঠে মাদক কারবারীদের আনাগােনা বেশি। এ কারণে শুধু বাইসাইকেল নয়। কােন কিছুই ওই মাঠে রাখা নিরাপদ নয়। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেছে এলাকাবাসি।