মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর:
মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া- চিৎলা সড়কে আবারো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭ টার সময় ছিনতাইকারীরা স্যালোইঞ্জিন চালিত আলগামন চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এসময় ছিনতাইকারীদের পিটুনিতে আলগামন চালক মকলেচুর রহমান (২৬) মারাত্বক আহত হয়েছে। আহত মকলেচুর রহমান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
আহত মকলেচুর রহমান জানান, সন্ধ্যা ৭ টারদিকে বাঁশবাড়িয়া থেকে আলগামন নিয়ে চিৎলার দিকে ফেরার সময় আনারুল ইটভাটার নিকট ৬/৭ জনের স্বশস্ত্র ছিনতাইকারী পথ রোধ করে মারপিট শুরু করে। এসময় একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় মকলেচুর রহমানের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন পুলিশের একটি টীম ঘটনাস্থলে গেছে।
উল্লেখ্য, এ সড়কটিতে সাম্প্রতিক সময়ে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের কাছ থেকে একটি মটরসাইকেল ও অপর জনের কাছ থেকে একটি মটরসাইকেল ও ৮০ হাজার টাকা ছিনতাই করে।