তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও বামন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামে কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে সাহারবাটি বাজারে জেলা পরিষদ সদস্য তৌহিদ মোর্শেদ অতুল এর দোকানের সামনে পূর্ব প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ৫০ টি ও ধর্মচাকী এলাকায় ৫০ টিসহ মোট ১০০ টি পরিবারের মাঝে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এর নিজস্ব অর্থায়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মোর্শেদ অতুল, এমপি সাহেবের একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাহারবাটি বাজার কমিটির সভাপতি আতাউল হক টোকন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়নাল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত সহায়তা বামন্দী ইউনিয়ন পরিষদে বিভিন্ন গ্রাম হতে আসা ১ শ’ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি পরিবারে ১ শ’ ১০ টাকা নগদ অর্থ এবং ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে নোভেল করোনা ভাইরাসের ভয়াবহতার কথা উল্লেখ করে সকলকে সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজ নিজ বাড়ীতে অবস্থান (সর্দি, কাশি, জ্বর, কপাল ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি) উপসর্গ দেখা দিলে অবহেলা না করে তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন।
এ সময় বামন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা প্রশাসনের ট্যাগ অফিসার একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা আলমগীর কবির, সচিব মনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।