তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ৪৫০ টি অটোচালক ও ভ্যানচালক পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও ব্যক্তিগত অর্থায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক এ খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে করোনা ভাইরাস সর্তকতা বিষয়ে বলেন, যারা ইতোমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
তবে সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে। এছাড়াও সকলকে সরকারি প্রত্যেকটি নিয়ম-কানুন মেনে চলতে হবে। কর্মহীন ও অস্বচ্ছল পরিবারে খাদ্য পৌঁছে যাবে। এ সময় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক প্যানেল মেয়র নবীরউদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, শ্রমিক নেতা হাফিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।