গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান সোহেল আহমেদকে বিজয়ী করতে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ স্থানীয় জনতা তার বাড়ির সামনে সমাবেশ করেছে।
রোববার বিকেলে মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামে চেয়ারম্যান সোহেল আহমেদ-এর বাড়ির সামনে স্বল্প পরিসরে আলোচনা সভার আয়োজন করার কথা থাকলেও সভা শুরুর পর-পরই সেখানে জনতার ঢল নামে।
চেয়ারম্যান সোহেল আহমেদ-এর ভালোবাসার টানে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সোহেল আহমেদকে নিয়ে ঘরোয়া পরিবেশে আলোচনা শুরু করেন। পরে বিষয়টি জানতে পেরে মটমুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার-হাজার জনতা সভাস্থলে আসলে,জন সমুদ্রে পরিণত হয়। এবং সভা থেকে সমাবেশে রুপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী মহাম্মদ ইছার উদ্দীন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহেল আহমেদ।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য নিয়ামত আলী,আব্দুল মজিদ,হাসমত আলী,নজরুল ইসলাম,আব্দুর রহিম,নিয়াজ উদ্দীন,মাজহারুল ইসলাম,তোফাজ্জেল হোসেন,দাউদ হোসেন, আবুল হোসেন,হামিদুল ইসলাম মাস্টার,ইয়াছিন আলী মাস্টার,মাসুদ আলী,খেজমত আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হামিদুল হক,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বক্তিয়ার হোসেন,সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মটমুড়া ইউনিয়ন পরিষদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন সাবেক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল আহমেদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন আওয়ামী লীগের নেতা মরহুম নুরুল হকের পরিবারের সদস্য সোহেল আহমেদ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে আসছেন।
এ ইউনিয়নে সোহেল আহমেদকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে প্রার্থীতা দিয়ে আওয়ামী লীগের ঐতিহ্য নষ্ট করা হয়েছে। কারণ পারিবারিকভাবে সোহেল আহমেদ বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠেছেন। সোহেল আহমেদকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলে,এলাকার উন্নয়ন সম্ভব হতো।
উল্লেখ্য,আগামী ১১ ই নভেম্বর মটমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।