সাহাজুল সাজু :
বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের মেহেরপুরের গাংনী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলার গাঁড়াডােব ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)।
রবিবার ভােরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগের দিন তিনি নিজ বাড়ি গাঁড়াডােব গ্রামে অসুস্থ্য হলে,প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। আলী আজগর গাঁড়াডােব গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়,কয়েক জটিল রােগে আলী আজগর আক্রান্ত ছিলেন। এদিকে,আলী আজগরের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।