সাহাজুল সাজু :
জাতীয় গণফোরাম এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম পথিক ই-ন্তে-কা-ল করেছেন (ইন্না—রাজিউন) ।
শনিবার (১০মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে স্ট্রোকজনিত কারণে ঢাকায় তিনি মারা যান।
রফিকুল ইসলাম পথিক মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত রকছেদ আলীর ছেলে।
আজ রবিবার (১১ মে) বাদ জোহর ঢাকার দক্ষিণ কমলাপুর কবরস্থান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
রফিকুল ইসলাম পথিক দীর্ঘ বছর ঢাকায় বসবাস করে আসছিলেন। রাজনীতি জীবনে তিনি জাতীয় গণফোরাম এর দপ্তর সম্পাদক ও ফােরামের চেয়ারম্যান ড. কামালের একান্ত সহকারি ছিলেন।