মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনী থানা রোডের মেঘা ফিড নামের একটি মাছের খাদ্যের দোকানে বোমা রেখেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৯ টার দিকে দোকানের তালার সাথে বেধে রাখা একটি ব্যাগের ভিতর থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন জানান,থানা রোডে অবস্থিত মেঘা ফিড নামক মাছের খাদ্যের দোকানে কে বা কারা একটি বোমা রেখে গেছে। খবর পেয়ে পুলিশ বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
দোকানটি বন্ধ থাকায় কি কারনে বোমা রেখেছে তা জানা সম্ভব হয়নি। স্থানীয়রা জানিয়েছে,ভয়ভীতি দেখানো কিংবা চাঁদার দাবিতে বোমাটি রাখা হতে পারে।
উল্লেখ্য,গত দু মাসে গাংনী বাজারের অন্তত ১০ দোকানে চাঁদার দাবিতে বোমা রেখেছে চাঁদাবাজরা। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী সহ জন মনে আতংকের সৃষ্টি হয়েছে।