গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকো পার্কের মাটি কেটে নেওয়ার অভিযোগে গাংনি পিআইও অফিসে দুদকের অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া দুদকের উপ-পরিচালক বিজয় কুমার রায়ের নেতৃত্বে গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলার সময় পিআইও অফিসে ছিলেন না।
২০২৪-২৫ অর্থবছরের টিআর ও কাবিখা খাত থেকে বরাদ্দ পাওয়া ডিসি ইকো পার্কের পাঁচটি প্রকল্পে সাড়ে ২৪ লাখ টাকার লুটপাটের অভিযোগ সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।বরাদ্দকৃত কাজের মধ্যে ছিল,শিশু পার্কে রাইড স্থাপন, পার্কের চারপাশে ফেন্সিং, ওয়াশরুম সংস্কার ও পিকনিক সেড মেরামত, অস্থায়ী দোকান সেড নির্মাণ, পার্ক থেকে বধ্যভূমি পর্যন্ত রাস্তা উন্নয়ন, প্রধান গেট নির্মাণ ও মাটি ভরাট। মোট বরাদ্দ ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে দুদক কর্মকর্তা বিজয় কুমার রায় সাংবাদিকদের বলেন, “অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”