মেহেরপুর নিউজ :
তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা ৩/এ ধানমন্ডী আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয় হতে ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এর একান্ত সহকারি সাহিদুজ্জামান শিপু ও আওয়ামী যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন ৮ ডিসেম্বর মঙ্গলবার ফরম সংগ্রহ করেছেন।
৯ ডিসেম্বর বুধবারে উপজেলা আওয়ামীলীগকে যিনি সংগঠিত করেছেন সংগঠিত করেছেন, আওয়ামীলীগের ত্যাগী নেতা ও উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক পৌর মেয়র আহমেদ আলী, সাবেক প্যানেল মেয়র নবীরউদ্দিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এঁর জ্যেষ্ঠ পুত্র মাসুম বিল্লাহ অভি ফরম সংগ্রহ করেন।
ফরম পূরন করে আগামী ১৩ ডিসেম্বর তারিখে সভানেত্রীর কার্যালয়ে দাখিল করার নির্দেশনা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আওয়ামীলীগ সভানেত্রীর সিদ্ধান্ত মোতাবেক প্রার্থীতার বিষয়টি চুড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করছেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।