সাহাজুল সাজু ,গাংনী প্রতিনিধি :
দ্বিতীয় দফায় দেশের ৬১টি পৌরসভায় ভোট গ্রহণ আগামি ১৬ জানুয়ারী এবং একই দিনে মেহেরপুরের গাংনী পৌরসভাতেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট কেন্দ্রসহ আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য নানা প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও পুলিশ বিভাগ। এরই অংশ হিসাবে
শুক্রবার বিকাল ৩ টার দিকে গাংনী পৌরসভার ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলি। পরিদর্শনের সময় তিনি গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া, শিশিরপাড়া, চৌগাছা, গাংনী থানাপাড়া ও পশ্চিম মালসাদহের কেন্দ্রগুলো দেখ ভাল করেন।
এ বিষয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, সুষ্ঠু-সুন্দর নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সবগুলো কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। কেন্দ্রগুলোর আশেপাশের মানুষের সাথে কথা বলে জানতে চেয়েছি এ কেন্দ্রগুলোর কোন সমস্যা আছে কি না। এখন পর্যন্ত তেমন কোন কেন্দ্রের বড় ধরণের অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ সতর্কতার সাথে দেখছে বিভিন্ন কেন্দ্র। পুলিশ সুপার এস এম মুরাদ আলির সাথে উপস্থিত ছিলেন, গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান, জেলা গোয়েন্দা সাখা ডিবির ওসি জুলফিকার আলী, ডিআইও-৩ একরামুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।