সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং গাংনী স্মরণিকা মার্কেট এর মহিমা বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারি বজলুর রহমান বুলু (৪৮) ই-ন্তে-কা-ল করেছেন (ইন্না—রাজিউন)।
মৃ-ত্যু-কা-লে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১০মে) দিবাগত রাত ১২ টার দিকে স্ট্রো-ক-জ-নি-ত কারণে তার মৃ-ত্যু হয়।
বুলু গাংনী পৌর এলাকার (৭নম্বর ওয়ার্ড) পূর্বমালসাদহ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়,গত কয়েকদিন আগে বুলুর চাচাতাে ভাই একই গ্রামের বাসিন্দা ও ইতালি প্রবাসী রাজু আহমেদ স্ট্রো-ক-জ-নি-ত কারণে ইটালিতে অবস্থানকালে মা-রা গিয়েছিলেন। শনিবার তার ম-র-দে-হ ইটালি থেকে নিজ গ্রামে নেওয়া হয়। শনিবার বিকেলে তাকে দা-ফ-ন কাজে ব্যস্ত ছিলেন বুলু। শনিবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অ-সু-স্থ হয়ে পড়েন বুলু। এসময় পরিবারের লােকজন তাকে দ্রু-ত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃ-ত ঘােষণা করেন।
আজ রবিবার (১১মে) সকাল ১০ টার সময় পূর্বমালসাদহ খালেদা মােড়ে তার জা-না-জা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।