গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউপির ২ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার (সদস্য) পলিয়ারা খাতুনের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য,মটমুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সােবহান একটি দুর্ঘটনায় মারা যাওয়ার পর এ পদে উপ-নির্বাচিত অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুস সােবহানের স্ত্রী ভােটের মাধ্যমে নির্বাচিত হয়।