মেহেরপুর নিউজ:
গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র উদ্যোগে মুজিবনগরে শিশু অধিকার বিষয়ক এক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারর্স এর ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গমেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
“শিশু অধিকার জানি, অন্যকে জানাই” প্রতিপাদ্যে আয়োজিত এ আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, গুডনেইবারর্স এর ডিরেক্টর অফ প্রোগ্রাম ইমপ্লিমেনটেশন ডিপার্টমেন্ট আনন্দ কুমার দাস, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহামুদুল হাসান, BYFC ম্যানেজার জন অমৃত মন্ডল, সিডিসি সভাপতি জহিরুল ইসলাম এবং গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট ম্যানেজার বিপুল রেমা।
বক্তারা শিশু অধিকার এবং তাদের সুরক্ষার গুরুত্বপূর্ণ প্রবক্তা সম্পর্কে শিশু, পিতামাতা এবং সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা,প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ এবং আরও ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করার জন্য আইনি ও নীতিগত সংস্কার, শিশুদের তাদের অধিকার বুঝতে এবং তাদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে সক্রিয়ভাবে অংশগ্রহণের ক্ষমতায়ন।
শিশুদের মতামত প্রকাশের জন্য অংশগ্রহণকে উৎসাহিত করন এবং স্টেকহোল্ডারদের কার্যকরী সম্পৃক্ততা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
বক্তারা শিশু অধিকার এবং তাদের সুরক্ষার গুরুত্বপূর্ণ প্রবক্তা সম্পর্কে শিশু, পিতামাতা এবং সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা,প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ এবং আরও ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করার জন্য আইনি ও নীতিগত সংস্কার, শিশুদের তাদের অধিকার বুঝতে এবং তাদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে সক্রিয়ভাবে অংশগ্রহণের ক্ষমতায়ন। বক্তারা আরোও বলেন, শিশুদের মতামত প্রকাশের জন্য অংশগ্রহণকে উৎসাহিত করন এবং স্টেকহোল্ডারদের কার্যকরী সম্পৃক্ততা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বাগোয়ান গ্রামের ব্রেন টিউমারে আক্রান্ত শিশু মাইয়াজের চিকিৎসার জন্য গুডনেইবারর্স এর উদ্যোগে অনলাইন ক্যাম্পেইন এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে মোট ১ লাখ ৮০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।