মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর:
মেহেরপুরে একটি মহিষের তান্ডব গত ২৪ ঘন্টায় পুলিশসহ ৩ জন আহত ও বেশ কিছু জমির ফসল নষ্ট হয়েছে। অবশেষে শুক্রবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর এআরবি কলেজের সামনে হাজার হাজার জনতার সন্মুখে মহিষটিকে গুলি করে মেরে ফেলে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাংনীর হিসাব উদ্দিনের ছেলে আব্দুর রহিম গত বুধবার বিকালে মহিষটি বিক্রি করে । ব্যাপারিরা মহিষটি নিয়ে যাওয়ার পথে গাংনী থানার সামনে হটাৎ করে মহিষটি শুয়ে পড়ে। এসময় নানা ভাবে মহিষটিকে ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয। ঐসময় থেকে মহিষটি মানুষ তাড়াতে শুরু করে। পরে মহিষটি মাঠের দিকে পালিযে যায়। পরদিন বৃহস্পতিবার সনদ্ধ্যায় গাংনী উপজেলা আড়পাড়া গ্রামের মকবুলের বাড়িতে হামলা চালায়। মহিষের আক্রমনে সালেহা বেগমের বাম পায়ের নিচে ক্ষতবিক্ষত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতারে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক ।
এদিকে মহিষটি শুক্রবার সকালের দিকে আড়পাড়া থেকে বিভিন্ন গ্রাম ঘুরে সদর উপজেলার রাজনগর গ্রামের মাঠে তান্ডব শুরু করে । এসময় বিভিন্ন গ্রামের হাজার হাজার লোক মহিষটিকে ঘেরাও করলেও তাকে আটক করতে ব্যার্থ হয়। পরে খবর পেয়ে সেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মহিষটিকে আটক করার চেষ্টা করে। এসময় মহিষটি পুলিশের উপর আক্রমন করে। পুলিশ সদস্য আব্দুস সাত্তার আহত হয়। পরে ক্ষ্যাপা মহিষষের হাত থেকে জনসাধারন কে বাঁচাতে বিকাল সাড়ে ৪টার দিকে মহিষটিকে গুলি করে মেরে ফেলা হয়।