গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
গোপালগঞ্জের মুকসুদপুরে টিসিবির তেল সহ ডিলার ও দোকানদারকে আটক করেছে মাদারীপুর র্যাব -৮ । আটকৃতরা হলো উজেলার পাথরাইল গ্রামের নিলু সরদার (৪০) ও দোকানদার কমলাপুর গ্রামের কুমারেশ রাহা (৪২)।
বৃস্পতিবার বেলা সাড়ে ৩ টায় উপজেলা সদর বাজার পোষ্ট অফিস রোড থেকে তেল সহ তাদের আটক করা হয়।
মাদারীপুর র্যাবের এ এস পি ইফতেখারুজামান জানান, টিসিবির মাল মজুদ করা আছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে অভিযান চালিয়ে ২ লিটারের ৯৮ বোতল তেল সহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।