মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভিপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গোভিপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী কিংস জয়লাভ করেছে। শনিবার অনুষ্ঠিত খেলায় রাজশাহী কিংস ৩৩ রানে ফতেপুর একাদশকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী কিংস ১৫ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে । দলের পক্ষে রাশেদ সর্বোচ্চ ৫০ রান সংগ্রহ করেন। ফতেপুর একাদশের পক্ষে সাকিব ৩টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ফতেপুর একাদশ ১৫ ওভারে ৭৪ রান করে সবাই আউট হয়ে যায়। আকাশ দলের পক্ষে ২১ রান করেন। রাজশাহী কিংসের পক্ষে হিরোক ৩টি উইকেট লাভ করেন।