মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভিপুর বিদ্যালয় মাঠে গোভিপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে রামনগর একাদশ জয়লাভ করেছে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলায় রামনগর একাদশ ৬ উইকেটে আমদহ একাদশকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আমদাহ একাদশ ১৩ ওভার ৩ বলে ১০৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সপো সর্বোচ্চ ২৯ রান করেন, রামনগরের হারুন ৩ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ৫ টি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে রামনগর একাদশ ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শাহিন দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন, আমদহের মজিবুল ৩ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন। বিজয়ী দলের হারুন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।