মেহেরপুর নিউজ:
“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ”—এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থা ও গোভীপুর যুব সংঘ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গোভীপুর গ্রামের অতিদরিদ্র কুদ্দুস আলীর হাতে একটি নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।
উত্তরপাড়ার বাসিন্দা কুদ্দুস আলী সম্প্রতি তার একমাত্র মাটির ঘরটি বৃষ্টি ও ঝড়ে ধ্বসে পড়ায় গৃহহীন হয়ে পড়েন। সামান্য পরিমাণ জমি থাকলেও নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য ছিল না তার। প্রাথমিকভাবে জেলা পরিষদ থেকে ২৫ হাজার টাকা অনুদান পেলেও তা ঘর নির্মাণের জন্য অপ্রতুল ছিল।
এই অবস্থায় কুদ্দুস আলী যোগাযোগ করেন প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন ও সাবেক ছাত্রনেতা খালিদ সাইফুল ইসলামের সঙ্গে। তাদের উদ্যোগে গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থা ও গোভীপুর যুব সংঘ একত্রিত হয়ে এগিয়ে আসে ঘর নির্মাণে সহায়তার জন্য।
সামাজিক সহযোগিতার এই অনন্য নজির স্থাপন করে তারা প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে দেন কুদ্দুস আলীকে। বুধবার সন্ধ্যায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ঘরটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মওদুদ হোসেন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
৪ কন্যা সন্তানের জনক কুদ্দুস আলী ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে বলেন,
“জীবনে ভাবিনি আবার ঘরে থাকতে পারবো। আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখেন।”
এই উদ্যোগ গোভীপুর গ্রামে সামাজিক সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো।