মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে জার্সি উন্মোচন করা হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জার্সি উন্মোচন করেন।
গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সহ বিভিন্ন এলাকার ৩২ টি দল অংশগ্রহণ করছে। আগামী ২১ জুলাই মেহেরপুর ফুটবল একাডেমি এবং শিবপুর ফুটবল একাদশের মধ্যকার খেলা দিয়ে ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দলগুলো হলো কোলা ইলেভেন স্টার, বালিয়ার ঘাট ফুটবল একাদশ, দলিয়ারপুর বাঁধন স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস একাদশ, ঝাঁঝা টাইগার ক্লাব, দিঘীর পাড়া ফুটবল একাদশ, কাঁলাচাঁদপুর একাদশ, বাড়ি বাঁকা একাদশ, বুড়িপোতা গোল্ডেন কিংস, হিজুলি ফুটবল একাদশ, রাজনগর পাবলিক ক্লাব, রামদেবপুর একাদশ, কামদেবপুর সীমান্ত ক্লাব, চিৎলা জাগরণী ক্লাব, দেবীপুর, চাঁদবিল শেরে বাংলা ক্লাব, আহমদ বিশ্বাস স্মৃতি সংঘ আমদহ, গাংনী থানাপাড়া, হাড়ভাঙা যুব শক্তি ক্লাব, কুতুবপুর একাদশ, রায়পুর ফুটবল একাডেমি, মোনাখালি একাদশ, বাঁশবাড়িয়া একাদশ, টেংরামারী একাদশ, চৌগাছা ইয়াং স্টার ক্লাব, গুচ্ছগ্রাম স্বাধীনতা ক্লাব,বন্দর যুব স্পোর্টিং ক্লাব, কুলবাড়িয়া একাদশ, ধলা ফুটবল একাদশ এবং রংবাজপুর একাদশ।
এদিকে ফুটবল টুর্নামেন্টকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলী রেজা বিচ্ছুকে আহবায়ক করে ফুটবল টুর্নামেন্টের উপকমিটি গঠন করা হয়েছে।