মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজ মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া কমিউনিটি সেন্টার পরিদর্শন কালে কমিউনিটি সেন্টারে কর্মরত কর্মকর্তাদের প্রতি এ আহবান জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সিফাত মেহনাজ কমিউনিটি সেন্টার এর বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরিদর্শনকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, জোরপুকুরিয়া কমিউনিটি সেন্টার এর কর্মকর্তা নাজমুল হক সেখানে উপস্থিত ছিলেন।