মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের নতুন পাড়ার শাহী আল সাদাত What.net.in ব্যবসায়িক ধারণার জন্য ট্রেন এক্স বাংলাদেশের সবচেয়ে কম বয়সি প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে সিপিএল এক্সপ্রেস গ্লোবাল এক্সিলেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
শাহী আল সাদাত মেহেরপুর শহরের ১ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার শফিকুল ইসলামের ছেলে। রাতে ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এওয়ার্ড তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এওয়ার্ড তুলে দেন। সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মুর্শিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন টিভির আলোক চিত্রী নূর উদ্দিন আহমেদ, এটিএন বাংলার প্রোগ্রাম কনসালটেন্ট প্রফেসর ড. হামিদা খাতুন, চিত্রনায়িকা রোজিনা, সঙ্গীত শিল্পী মনির খান, উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারপারসন লায়ন আনোয়ারা বেগম নিপা। শাহী আল সাদাত চলতি সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের থেকে এসএসসি পরীক্ষার্থী। সে শিশু অধিকার রক্ষার্থে একটি প্লাটফর্ম- Teen-X Bangladesh এ প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে কাজ করছেন।