মেহেরপুর নিউজ:
চরম উত্তেজনার মধ্য দিয়ে মেহেরপুর জেলা বিএনপির দুই গ্রুপের মিছিল শেষ হয়েছে। জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি জাবেদ মাসুদ মিল্টন গ্রুপ এবং মাসুদ অরুন গ্রুপ এর মিছিল পৃথক দুটি স্থান থেকে শুরু হলেও শেষ পর্যন্ত চরম উত্তেজনা মধ্যে দিয়ে শেষ হয়।
বুধবার বিকালে মেহেরপুর জেলা বিএনপির ব্যানারে মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন এর নেতৃত্বে মেহেরপুর সরকারি কলেজের সামনে থেকে মিছিল শুরু করেন। অপরদিকে সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে অপর একটি মিছিল মেহেরপুর পন্ডেরঘাট থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে কাথুলী সড়ক ঘুরে মেহেরপুর মহিলা কলেজ সড়কে প্রবেশ করতে শুরু করে। ঠিক ওই সময়ে জাবেদ মাসুদ মিল্টন এর নেতৃত্বে এই গ্রুপের মিছিলটি মাসুদের নির্মাণাধীন বাড়ির সামনে এসে পৌঁছাই। এ সময় জাবেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে মিছিলটি সেখানে দাঁড়িয়ে থাকে।
অপরদিকে মাসুদ অরুন গ্রুপের মিছিল টি মহিলা কলেজ মোড়ে ঘুরে একটু অগ্রসর হল পিছনের শারীর কর্মীরা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে। কয়েক গজের ব্যবধানে মুখোমুখি দুই গ্রুপের নেতাকর্মীরাই এ সময় হাততালি দিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। মাঝখানে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অবস্থান নেন। এ সময় পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে ধাবিত হওয়ার উপক্রম হয়। প্রায় দশ মিনিট যাবত এ অবস্থা চলতে থাকার পর মাসুদ অরুন সেখানে উপস্থিত হয়ে তার গ্রুপের নেতাকর্মীদের শান্ত করলে জাবেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে মিছিলটি তাদের পাশ কাটিয়ে স্লোগান দিতে দিতে বড় বাজারের দিকে চলে যাই।
এর আগে সরকারি কলেজের সামনে জেলা বিএনপি’র আহবায়ক জাবেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক ফয়েজ মোহম্মদ, আমিরুল ইসলাম বক্তব্য রাখার পর মিছিল শুরু করেন। এর পূর্বে মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এবং জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস বক্তব্য রাখার পর মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক ঘুরে বড়বাজার হয়ে মহিলা কলেজ সড়কের প্রবেশদ্বার পৌঁছায়। একই সাথে জাবেদ মাসুদ মিলটন এর নেতৃত্বে মিছিল টি ঐ এলাকায় এসে পৌঁছালে উত্তেজনন শুরু হয়। জাবেদ মাসুদ মিলটন এর নেতৃত্ব মিছিলে অন্যদের মধ্যে সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ, আমিরুল ইসলাম, সদস্য ইলিয়াস হোসেন,আলমগীর খান ছাতু, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিএনপি নেতা আব্দুল আউয়াল, আখের আলী, কৃষক দলের সভাপতি কাউসার আলী,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমল হোসেন মিন্টু সহ বিএনপি ও অংশ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অপরদিকে মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমূখ উপস্থিত ছিলেন।