গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির উদ্যােগে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সােমবার বিকেলে ঢেউটিন বিতরণ করা হয়। সমিতির সভাপতি শরিফ উদ্দীন ঠান্ডু উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির অন্যতম সদস্য আলমগীর হােসেন হিরােসহ অন্যান্য সদস্যবৃন্দ।