মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর:
চাঁদার দাবিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুরের সাবেক ইউপি সদস্য মৃত আব্দুল গফুরের ছেলে লাল্টুর বাড়ির গেটে বোমা রেখে গেছে সন্ত্রাসীরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে। বুধবার ভোরের দিকে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।
বাড়ির মালিক লাল্টু জানায়, বেশ কয়েকদিন থেকে একদল সন্ত্রাসী তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না পেয়ে বুধবার ভোরের দিকে তার বাড়ির সামনে বোমাটি ফেলে যায় সন্ত্রাসীরা। পরে কোমরপুর ক্যাম্প পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
