মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল:
প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চাকরি না হওয়ায় সোমবার বিকেল থেকে মেহেরপুর শহরের একজন মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের ৪ জন সদস্য আমরন অনশন শুরু করেছে। জানা গেছে, মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা নিহাজউদ্দিন ওরফে তুফান ড্রাইভারের ছেলে মালেকুল ইসলাম টিটন মুক্তিযোদ্ধা সন্তানদের কোটায় মুজিবনগর স্বাস্থ্য কমপেক্সে চালক পদে নিয়োগ পরীক্ষা দিলেও তার পরিবর্তে অমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে মর্মে তুফানের নেতৃত্বে তার ছেলে টিটন, রিকন ও লিটন মেহেরপুর সিভিল সার্জন অফিস গেটে আমরন অনশন শুরু করেছে।
