সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের তিনটি মসজিদে জুমার নামাজের সময় মসজিদ চত্বর থেকে ৫টি মোটরসাইকেল চু-রি-র ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে গাংনী উপজেলার শহরের সন্ধানী স্কুলপাড়া জামে মসজিদ ও শহরের উত্তরপাড়া জামে মসজিদ এবং গাংনী উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে এই চু-রি-র ঘটনা ঘটে। মুসল্লিরা নামাজ আদায়ে মসজিদে অবস্থানকালে চাের চক্র এই সুযোগে মোটরসাইকেলগুলো নিয়ে পা-লি-য়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো মুসল্লিরা শুক্রবার নামাজ আদায়ের জন্য মসজিদে যান। কিন্তু নামাজ শেষে তারা বেরিয়ে এসে দেখেন, পার্কিংয়ে রাখা মোটরসাইকেলগুলো নেই।
সন্ধানী স্কুলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে দুটি ও গাংনী উত্তরপাড়া জামে মসজিদ থেকে দুটি এবং গাংনী উপজেলা মডেল মসজিদ থেকে ১ মোটরসাইকেল চু-রি হয় বলে জানা গেছে। এ ঘটনায় ভূক্তভোগী ও স্থানীয়দের মাঝে চরম ক্ষো-ভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, ধর্মীয় স্থানে এমন চু-রি-র ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত দেয়।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং চু-রি যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় তৎপরতা চালানো হচ্ছে।ঘটনার পর স্থানীয়রা মসজিদে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। পাশাপাশি, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর আহ্বান জানান তারা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।