মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ আগষ্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মেহেরপুর সফর উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে ছাত্র সমাবেশ ও শহরে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
আজ রোববার সকাল ১১ টার দিকে বিএনপির কার্যালয়ে মেহেরপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিজেপি’র সভাপতি শেখ সাঈদ আহমেদ, ছাত্রনেতা আহমেদ রাজিব খান প্রমুখ।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা সফরের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক শফি আহমেদ খান, কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানিয়ে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস-এর নেতৃত্বে শহরে জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সোহেল হোসেন, আহমেদ রাজিব খান, শামীম রেজা, মাহফুজুর রহমান শান্ত আনিসুর রহমান বকুল প্রমুখ।