মেহেরপুর নিউজঃ
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন চাঁদ, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, দপ্তর সম্পাদক লিজন আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক তোফিক এলাহী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, সদস্য সচিব ফজলে রাব্বি প্রমুখ।