মেহেরপুর নিউজ:
“জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর পৌরসভার ২, ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এই গণসংযোগে শহরের রাজপথে ব্যাপক জনসম্পৃক্ততা লক্ষ্য করা যায়।
মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু হয়। এরপর এটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
গণসংযোগ শেষে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে জাহাঙ্গীর বিশ্বাস বলেন,
“এই আন্দোলন শুধুমাত্র দলের জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। জনগণের সঙ্গে থেকেই আমরা এই আন্দোলন সফল করবো।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিফ খান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান অশেষ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মফিজুল ইসলাম, আলিফ খান, মিজানুর রহমান মিজা, পৌর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনিরুল ইসলাম মনা তারিক হোসেন কালু প্রমুখ।