মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর:
জমি না লিখে দেয়ায় মেহেরপুর সদর উপজেলার নুরপুরে বৃদ্ধ পিতা মাহমুদ (৭০) কে পিটিয়ে জখম করেছে ছেলে আলফাজ ও নাতি আবু তালেব। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ মাহমুদ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃদ্ধ মাহমুদ জানায়, দীর্দিন ধরে তার ছেলে আলফাজ ও নাতী আবু তালেব জমি লিখে নেয়ার জন্য চাপ দিতে থাকে। তাদের নামে, জমি লিখে না দেয়ায় তারা আজ সকালে বাবা ও ছেলে মেয়ে বৃদ্ধ মাহমুদের উপর হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।