মেহেরপুর নিউজ :
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে নড়াইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার অনুষ্ঠিত মেহেরপুর জেলা একাদশের ৩য় ও শেষ খেলায় গাজীপুর জেলা একাদশকে ৬ উইকেটে পরাজিত করে। সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে গাজীপুর জেলা একাদশ মেহেরপুরের বাদশার বিধ্বংসী বোলিং মুখে ৩৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান সংগ্রহ করে। মেহেরপুরের পক্ষে বাদশা ৫ টি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধ্বস নামান।
জবাবে খেলতে নেমে মেহেরপুর জেলা একাদশের ডায়ানের ৩৩ ও অধিনায়ক সাইফুলের ২৪ রানের সুবাদে ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেন। মেহেরপুর জেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় টায়ার এ’তে ওঠার যোগ্যতা অর্জন করল। সারাদেশের ৬৪ টি জেলাকে দুটি ভাগে ভাগ করে ৩২ টি জেলা টায়ার ‘এ’এবং ৩২ টি জেলা টায়ার ‘বি’তে খেলায় অংশগ্রহণ করে। এতদিন মেহেরপুর জেলা একাদশ টায়ার বি’তে খেলে আসছিল। নড়াইলে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে মেহেরপুর জেলা চাম্পিয়ন হওয়ায় টায়ার ‘বি’ থেকে এ’তে উন্নিত হল।