মেহেরপুর নিউজঃ
জুলাই শহীদ দিবস উপলক্ষে মেহেরপুরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং জেলার সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ জুলাই (বুধবার) সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
দিবসটি উপলক্ষে বাদ জোহর জেলার সকল মসজিদে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি অন্যান্য উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়।