মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের মেয়েদের ভলিবল টুর্নামেন্টে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা শিক্ষা অফিস ভবন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় দল ২৫-১৩ ও ২৫-১৫ সেটে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।