মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মেহেরপুর সদর থানা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালের দিকে জেলা প্রশাসক সদর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এর আগে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান সদর থানায় এসে পৌঁছালে সদর থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে সদর থানার ওসি সাইফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।