মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে মোমিন খান নামের এক মাদক ব্যবসায়ী আটক । তার কাছ থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় এ অভিযান চালানো হয়। আটক মোমিন খান মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার আব্দুর রহমানের ছেলে।
জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে সহকারী পরিদর্শক রুহুল আমীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মোমিনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় মোমিনের দেহ তল্লাশী করে একটি ডারবি প্যাকেটে মোড়ানো মোট ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ মোমিনকে আটক করেন।
এ ঘটনায় মোমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারনীর ৮(খ) ধারায় মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।