মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী শুদ্ধাচার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে জেলা সমবায় দপ্তরের আওতাধীন উপজেলা সমবায় দপ্তর সমূহের ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ মুল্যায়নে, মেহেরপুর সদর উপজেলা সমবায় দপ্তর প্রথম স্থান, গাংনী উপজেলা সমবায় দপ্তর দ্বিতীয় স্থান এবং মুজিবনগর উপজেলা সমবায় দপ্তর তৃতীয় স্থান অর্জন করায় স্ব স্ব দপ্তরের ফোকাল পয়েন্ট কে পুরস্কার প্রদান করা হয়। জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বলা পুরস্কার প্রদান করেন।এ সময় জেলায় সমবায় অফিসের সরকারি প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার সেখানে উপস্থিত ছিলেন।