মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার সকালের দিকে টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।টেংরামারি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল টেংরামারি মাধ্যমিক বিদ্যালয় বাউন্ডারি ওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এ সময় সেখানে মোনাজাত করা হয়। টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ রুস্তম আলী, আজিমুদ্দিন, মনিরুল ইসলাম ব্রমুখ উপস্থিত ছিলেন।