মেহেরপুর নিউজ:
খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি (খুলনা রেঞ্জ) মঈনুল হক বিপিএম(বার), পিপিএম একদিনের সংক্ষিপ্ত সফরে মেহেরপুর এসেছেন। বুধবার রাতে ডিআইজি খুলনা রেঞ্জ মঈনুল হক বিপিএম(বার), পিপিএম,মেহেরপুর এসেছেন। ডিআইজি মেহেরপুর এসে পৌঁছালে মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন,আহসান খান,কারুল আহসন সেখানে উপস্হিত ছিলেন।