সাহাজুল সাজু :
ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে সজনী খাতুন (৩৭) নিহত হয়েছেন ।
সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কিছু মানুষ। নিহত ১৯ জনের একজন সজনী।
নিহত সজনী খাতুনের ভাই আশিক জানান, দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরির করেন। এ কারণে বোন সজনী খাতুনকে নিয়ে উত্তরা এলাকায় একটি বাসায় বসবাস করতেন এবং বোনের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতো।
প্রতিদিনের ন্যায় সজনী তার মেয়ে ঝুমঝুমকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিয়ে আসতে গিয়েছিলেন। স্কুল ছুটির অপেক্ষাও করছিলেন। এসময় বিমান বিধ্বস্ত হলে,সজনীর মৃত্যু হয়।