গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনােনয়নপত্র (জমা) দাখিল করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস।
নাজমুল হুদা বিশ্বাস তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম নুরুল হুদা বিশ্বাসের ছােট ছেলে। শনিবার সকালে গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজের কাছে মনােনয়নপত্র দাখিল করেন। উল্লেখ্য,দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।