মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরের সেই আয়ুব হোসেনকে দেওয়া হলো হুইলচেয়ার। আইয়ুব হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ফুলবাসের ছেলে।
গত ১০ মে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে যেখানে জেলা প্রশাসকের গাড়ি রাখার নির্দিষ্ট স্থান।জেলাপ্রশাসক তখন অন্য একটি অনুষ্ঠানে। গাড়ি রাখার স্থানটি ফাঁকা দেখেই আইয়ুব হোসেন নামের এক প্রতিবন্ধী হুইল চেয়ারে বসে সেখানে অবস্থান করছেন। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেটি তিনি নিজেও জানতেন না।
জেলাপ্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম অনুষ্ঠান শেষ করে তাঁর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। জেলা প্রশাসকের গাড়ি রাখার স্থানে ঐ ব্যক্তিকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে জেলা প্রশাসক তাঁর গাড়ি চালককে নির্দেশনা দিলেন তাকে বহনকারী গাড়িটি অন্যপাশে রাখতে। জেলাপ্রশাসক অন্যপ্রান্তে নেমে পায়ে হেঁটে এসে প্রতিবন্ধী আইয়ুব হোসেনকে জিজ্ঞাসা করলেন, এখানে কি করছেন? জানাতেই তিনি বললেন, মামলার দিন রয়েছে। সে উদ্দেশ্যেই আশা। তিনি কোর্টে এসেছেন এবং তার সাথে কেউ নেই, একমাত্র ভরসা এই হুইল চেয়ার। তৎক্ষণাৎ জেলাপ্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম নিজেই তাঁকে কোর্ট পর্যন্ত পৌঁছে দিলেন। আর সেই সাথে নির্দেশনা দিলেন সবার আগে আগত সেবাগ্রহীতার শুনানি করে অফিসের কর্মচারী দিয়ে ঠিকমত তাঁকে নির্ধারিত জায়গায় পৌঁছানোর ব্যাবস্থা নেয়ার জন্য।
জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে নির্ধারিত সময় বেলা বারোটার বেশ পূর্বেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হয়। এবং আইয়ুব হোসেনের মামলাটি প্রথমেই শুনানি শেষ করেন এবং পরবর্তী দিন ধার্য করে তাকে তার নিজ গ্রাম দারিয়াপুরে পৌঁছে দেবার ব্যবস্থা করেন।
নবাগত জেলাপ্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম কর্তৃক অনন্য দৃষ্টান্ত স্থাপন উপস্থিত সকলেই প্রশংসা করেন। জানা গেছে দারিয়াপুর গ্রামের ফুলবাসের ছেলে আইয়ুব হোসেন জমিসংক্রান্ত বিষয় নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আইয়ুব হোসেন জানান, মামলার ধার্য তারিখে নিদারুন কষ্ট করে সকাল বেলায় বাড়ি থেকে বের হয় এবং মামলার কাজ শেষ করে বাড়ি ফিরতে বিকেল হয়ে যায়। কিন্তু আজকের দিনটি ছিল একেবারেই ব্যতিক্রম। আইয়ুব হোসেন বলেন, জায়গাটি ফাঁকা পেয়ে হুইল চেয়ারে বসে ছিলাম।পরে ওই ভদ্রলোক গাড়ি থেকে নেমে আমাকে সঙ্গে করে নিয়ে আদালতে পৌঁছে দেন। এবং সবার আগে যাতে আমার মামলার কার্যক্রম শুরু করেন তার ব্যবস্থা করে দেন। ঐদিনের জেলা প্রশাসনিক ইসলাম আরিফ হোসেনকে একটি ট্রাইসাইকেল এর ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
জেলা প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আয়ুব হোসেনকে একটা নতুন ট্রাইসাইকেল তুলে দেম। ট্রাইসাইকেল পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।