মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থী মুস্তাকিম হক খোকনের পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুস্তাকিম হক খোকন কমান্ডার। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, সহকারি প্রধান শিক্ষক সাদেক আলী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, হাবিবুর রহমান,মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন,স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহজাহান সিরাজ দোলন, জাহিদ হাসান রাজিব, কৃষকলীগ নেতা মোখলেছুর রহমান, ছাত্রলীগের সহ-সভাপতি ওয়ালিউল্লাহ সোহাগ।