মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ অক্টোবর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ছবি তলা আই সি টি ফাউন্ডেশনের উদ্যোগে ছবি তলা আইসিটি ফাউন্ডেশনের লাইব্রেরীর উদ্বোধন করা হয়।
শনিবার বিকালে দারিয়াপুর ছবি তলা মিলনায়তনে মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন করেন। এ সময় ছবি তলার পরিচালক জাহিদ হাসান রাজিব, মনিরুজ্জামান টিটু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।