মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম। মঙ্গলবার দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে মনোহরপুর গ্রামে যান তিনি।
স্থানীয় এলাকাবাসী ইউএনওকে রাস্তার জলাবদ্ধতার বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন এবং দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ দেন। ইউএনও মোঃ খায়রুল ইসলামের এই উদ্যোগে অল্প সময়ের মধ্যেই রাস্তায় জমে থাকা পানি সরিয়ে ফেলা হয়।
স্থানীয় জনগণ ইউএনও’র তাৎক্ষণিক সিদ্ধান্ত ও কার্যকর ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এলাকাবাসীর মতে, এটি ছিল বহুদিনের ভোগান্তির একটি কার্যকর সমাধান।