মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর:
দৈনিক ইনকিলাবের মেহেরপুর জেলা সাংবাদদাতা মরহুম আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু, এন ডি সি মোঃ আসলাম উদ্দীন, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড সফিকুল আলম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আল আমিন হোসেনসহ মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ জানাজা ও দাফন কাজে অংশ গ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব’র মেহেরপুর জেলা সংবাদদাতা আব্দুল মান্নান বেশ কিছুদিন যাবত উচ্চ রক্তচাপ ও পরে লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বুধবার রাত পৌনে ৮ টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।