মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ মেহেরপুরের নবাগতা জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে মেহেরপুরের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,যুগান্তরের জেলা প্রতিনিধি তোজাম্মল আজম, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ও সিনিয়ার সাংবাদিক মিজানুর রহমান, একুশে টিভির জেলা প্রতিনিধি ফারুক হোসেন, গাজী টিভির জেলা প্রতিনিধ রফিকুল আলম, জনতার জেলা কামারুজ্জামান খান, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ওয়াজেদুল হক,চ্যানেল আই এর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, মাছরাঙ্গার জেলা প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, আর টিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক, ইত্তেফাকের গাংনী প্রতিনিধি আমিরুল ইসলাম আমিরুল ইসলাম অলড্রাম ,এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদ আল মুন্না, মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার মেহরাব হোসেন ওপি সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।